ছদ্মবেশে গঙ্গায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। মালদহে মাঝির ছদ্মবেশে গঙ্গায় অভিযান করে পুলিশ। ঘটনায় মাঝগঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা এক পাচারকারীকে। তাঁর কাছ থেকে পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল যে, জলপথে অস্ত্র আমদানি করার চেষ্টা করা হচ্ছে। আর সেই অস্ত্র মালদহের কালিয়াচকের চড়বাবুপুরে গঙ্গার ঘাটে আনা হচ্ছে। সেই খবর পেয়েই পুলিশ মাঝির ছদ্মবেশে মাঝগঙ্গায় যায়। অস্ত্রসমেত অভিযুক্তদের ধরতেই এই পরিকল্পনা করে পুলিশ বাহিনী। এরপর অভিযান করতেই পাচারকারীরা তার আঁচ পেয়ে নৌকো থেকে গঙ্গায় ঝাঁপ দেন। এরপরে সাঁতরে পালান ২ জন পাচারকারী। পুলিশ অস্ত্রসমেত ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগরের বাসিন্দা সাবির আলমকে গ্রেপ্তার করে। ধৃতকে পুলিশি হেফাজতে রেখে জেরা করার জন্য তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মালদহ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লশি চলছে। তাঁদের শীঘ্রই ধরা হবে বলে জানান পুলিশ সুপার।
Advertisement
Advertisement
Advertisement



