• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডানকুনিতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত তিন

প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছিল দুই বাইক। মুখোমুখি ধাক্কায় ছিটকে পড়েন চালক ও আরোহীরা।

প্রতীকী চিত্র

মধ্যরাতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিন যুবক। শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ ১৬ নম্বর রাজ্য সড়কের উপর ডানকুনি রেল ব্রিজে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছিল বাইক দুটি। মুখোমুখি ধাক্কায় ছিটকে পড়েন চালক ও আরোহীরা। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। জখম তিনজনকেই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দ্রুত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দু’জনের পায়ে গুরুতর চোট রয়েছে, একজনের চোখে আঘাত লাগায় আশঙ্কা রয়েছে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির জেরেই ঘটে দুর্ঘটনা। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, জখম ব্যক্তিরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরা হেলমেটও পরেননি বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় ব্রিজের উপর দিয়ে অন্যান্য গাড়িও চলাচল করছিল। কোনওভাবে বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলেই দাবি পুলিশের। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। রাস্তার উপর ছিটকে পড়া বাইক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

ডানকুনি থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।’ রেল ব্রিজের মতো গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকায় এই ধরনের ঘটনা ভবিষ্যতে রুখতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পরই ফের প্রশ্ন উঠছে রাতের রাস্তায় বাইক রেসিং, গতি নিয়ন্ত্রণ ও পুলিশের নজরদারি নিয়ে। পুলিশের দাবি, নিয়মিত প্রচার ও অভিযান চালানো হলেও জনসচেতনতার অভাব এবং মদ্যপ অবস্থায় বাইক চালানোর প্রবণতা থেকেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে।

Advertisement

Advertisement