• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শ্রীনগরে নিখোঁজ বিএসএফ জওয়ান, চলছে তল্লাশি

২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী লাগাতার অভিযানের মধ্যে এই ঘটনা ঘটে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে কর্মরত এক বিএসএফ জওয়ান ৩১ জুলাই গভীর রাতে ব্যাটেলিয়নের সদর দপ্তর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন।তাঁর নাম সুগম চৌধুরী। পান্থাচৌকে অবস্থানরত ৬০তম ব্যাটেলিয়নের অন্তর্ভুক্ত ছিলেন সুগম চৌধুরী। তাঁকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

আশেপাশের এলাকায় বহু প্রচেষ্টা চালানো সত্ত্বেও তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, বিএসএফ জওয়ানের নিখোঁজ সংক্রান্ত একটি রিপোর্ট দায়ের করা হয়েছে, তদন্ত চলছে। ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী লাগাতার অভিযানের মধ্যে এই ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

Advertisement