• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগাম জামিন নিলেন বেবি কোলে

বাম নেতা অনিল দাস বলেন, জামিন পাওয়ার জন্য পুলিশ সহযোগিতা করেছে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই হামলা হয় সেই প্রসঙ্গ পুলিশ উল্লেখ করেনি।

প্রকাশ্য রাস্তায় প্রবীণ বাম নেতা অনিল দাস (ভীম)কে মারধর করা, মুখে কালি লাগিয়ে দেওয়ায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে মেদিনীপুর জেলা দায়রা বিচারকের কাছ থেকে আগাম জামিন নিলেন। বেবির আইনজীবী ললিত জয়সওয়াল বলেন মেদিনীপুর জেলা দায়রা বিচারকের কাছে আগাম জামিনের আবেদন করা হয়েছিল। বিচারক আগাম জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। আমরা বিচার পাওয়ায় খুশি।

অন্যদিকে বাম নেতা অনিল দাস বলেন, জামিন পাওয়ার জন্য পুলিশ সহযোগিতা করেছে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই হামলা হয় সেই প্রসঙ্গ পুলিশ উল্লেখ করেনি। বেবি কোলের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্গা সাউয়ের বাড়ির দেওয়াল ভাঙ্গা এবং শৌচাগার বন্ধ করে দেওয়ার। এই ঘটনায় পুলিশ কোনও এফআইআর দায়ের করেনি। উল্টে পুলিশ আদালতকে জানিয়েছে অনিল দাসের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। অনিল দাস বলেন, সারা রাজ্যের লোক দেখেছেন কিভাবে আমাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, সামনে আসার কথা বলা হয়েছিল। প্রাণ বাঁচাতে আমি পাশের রঙের দোকানে ঢুকে যাই। ৩০ জুন এই হামলার ঘটনা হওয়ার পর ১১ দিন কেটে গেলেও মূল অভিযুক্ত বেবি কোলেকে পুলিশ গ্রেপ্তার করেনি। বেবি কোলের গ্রেফতারের জন্য খড়্গপুরের নাগরিক সমাজ গর্জে উঠলেও তার বিন্দুমাত্র প্রভাব পুলিশের উপর পড়েনি। যদিও তৃণমূল কংগ্রেস শহর আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করেছে।

Advertisement

Advertisement

Advertisement