তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী এবং প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর বিদেশে সম্পত্তি কেনার বিষয়ে ‘অপমানজনক পোস্ট’ করার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। সাকেতের করা পোস্টগুলি ‘অপ্রমাণিত অভিযোগ’ হিসেবে গণ্য করা হয়েছে। এটি পুরীর ব্যক্তিগতভাবে অপমানের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ সাধনের অভিযোগ করে দিল্লি হাইকোর্টে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছিল।
দিল্লি হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের সাংসদকে একটি নোটিশ জারি করেছে, তাঁকে প্রশ্ন করা হয়েছে, তিনি লক্ষ্মীপুরী নামক প্রাক্তন কূটনীতিকের বিরুদ্ধে অপমানজনক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য হয় ক্ষমা চাইবেন, অন্যথায় তিনি নাগরিক কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন।
Advertisement
এরপরই সাকেত গোখলে, তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে বলেছেন, ‘আমি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করছি যে, ১৩ ও ২৩ জুন ২০২১ তারিখে অ্যাম্বাসাডর লক্ষ্মী মুরদেশ্বর পুরির বিরুদ্ধে ধারাবাহিক পোস্ট করেছি, যা অ্যাম্বাসাডর পুরির বিদেশে সম্পত্তি কেনার সঙ্গে সম্পর্কিত ছিল, তা ভুল এবং অপ্রমাণিত অভিযোগ ছিল, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
Advertisement
Advertisement



