• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট মহিলা

বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হল। বুধবার রাত ৯টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের হ্যাংস্যাং ক্রসিংয়ে।

প্রতীকী চিত্র।

বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হল। বুধবার রাত ৯টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের হ্যাংস্যাং ক্রসিংয়ে। এক মহিলা ছেলের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ওই ট্রাকটির খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম আনোয়ারা বেগম। তাঁর বয়স ৫৫। কোনা এক্সপ্রেসওয়ে লাগোয়া শেখ পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাকে বাইকের পিছনে চাপিয়ে তাঁর ছেলে হ্যাংস্যাং মোড় থেকে ক্যারি রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় বেপরোয়া গতিতে চলা ওই ট্রাকটি বাইকের হ্যান্ডেলে ধাক্কা মারে।

Advertisement

টাল সামলাতে না পেরে বাইক নিয়ে ছিটকে পড়ে যান মৃত মহিলার ছেলে। রাস্তার ডানদিকে পড়ে যান ওই মহিলা। সেই সময় পিছন থেকে আসা একটি ট্রাক মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই ঘাতক ট্রাকটি পালিয়ে গিয়েছে। ট্রাকচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

 

Advertisement