• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইংল্যান্ড টেস্ট সিরিজে রোহিতের হাতেই অধিনায়কের ব্যাটন

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ঠিক পরেই অবসর নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে রোহিত জানিয়েছিলেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। একদিনের ক্রিকেট খেলবেন।

ফাইল চিত্র

মাত্র দুই মাস আগে অস্ট্রেলিয়া সফরের পঞ্চম ম্যাচের সময়ে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা। অফ ফর্মের জন্য ক্রমাগত প্রশ্ন উঠছিল তাঁর লাল বলে খেলার ভবিষ্যৎ নিয়ে। আর সেই রোহিত শর্মা ইংল্যান্ড সফরে ৫ টেস্ট ম্যাচের নেতৃত্ব দিতে চলেছেন, বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী। অবশ্যই তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের কারণে বিসিসিআই রোহিতের উপরেই ভরসা রেখেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ঠিক পরেই অবসর নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে রোহিত জানিয়েছিলেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। একদিনের ক্রিকেট খেলবেন।

Advertisement

শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন, আগামী ২০২৭ সালের বিশ্বকাপ ক্রিকেটে খেলার জন্য এখন থেকেই মানসিকভাবে তৈরি হচ্ছেন। তার জন্য শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য সতীর্থ প্রাক্তন ক্রিকেটার নায়ারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এমনকি তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেকে তৈরি করছেন। এটা ঠিক, অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হওয়ার পরে মানসিক দিক দিয়ে তিনি ভেঙে পড়েছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে নিজেকে আবার ফিরিয়ে আনতে মন দিয়েছেন।

Advertisement

প্রয়োজনে অন্যান্য টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আইপিএল ক্রিকেটে তিনি খেলতে নামবেন। তখনও হয়তো তিনি বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখেই মাঠে নামবেন। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ড সফরে ভারত প্রথম টেস্ট খেলবে।

Advertisement