• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বাথরুমে পড়ে গিয়ে স্মৃতি হারিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইল বােলসােনারাে

বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কিছুক্ষণের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইল বােলসােনারাে।

জইল বােলসােনারাে (Photo: Xinhua/JINI)

বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কিছুক্ষণের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইল বােলসােনারাে । পরের দিন সকালেই অবশ্য তাঁর অনেক কিছু মনে পড়ে যায় বলে জানিয়েছেন তিনি নিজেই। গত সােমবার বাথরুমে পড়ে গিয়ে সাময়িক স্মৃতিভ্রংশ হয়েছিল বলে নিজেই জানিয়েছেন বােলসােনারাে।

সােমবার রাতে নিজের অ্যালভােদারা প্যালেসের বাথরুমে পা পিছলে পড়ে যান ৬৪ বছরের প্রেসিডেন্ট জইল বােলসােনেরাে। তারপর থেকে নিজের সম্পর্কে আর কিছু মনে করতে পারছিলে না তিনি। ব্রাসিলিয়ার সেনা হাসপাতালে সেই রাতটা কাটান তিনি। মঙ্গলবার সকাল থেকেই কিছু কিছু করে কথা মনে পড়তে থাকে। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন।

Advertisement

২০১৮-র সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর ওপর ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। সেই আঘাত সামলাতে চারটি অপারেশন করাতে হয়েছিল তাঁকে। এই মাসের গােড়ার দিকেও তিনি জানান, তাঁর ত্বকের ক্যানসারের পরীক্ষানীরিক্ষা চলছে। বর্তমানে চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

Advertisement

Advertisement