তৃনমূল কংগ্রেসের মেঘালয় শাখার প্রেসিডেন্ট নিযুক্ত হলেন চার্লস পিংগ্রোপ

দেশীয় রাজ্য-রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা পুরভোটে একটি আসন জয়ের সঙ্গে যেমনভাবে ত্রিপুরায় বিরোধী দল হিসেবে উঠে এসেছে।

Written by Arnab Biswas Meghalaya | November 29, 2021 11:23 pm

Charles Pyngrope (Photo:Facebook@Charles-Pyngrope-373525243163148)

ক্রমশ দেশীয় রাজ্য-রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা পুরভোটে একটি আসন জয়ের সঙ্গে সঙ্গে যেমনভাবে ত্রিপুরায় বিরোধী দল হিসেবে উঠে এসেছে।

তার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মেঘালয়েও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মেঘালয় শাখার প্রেসিডেন্ট হিসেবে শ্রী চার্লস পিংগ্রোপকে নিযুক্ত করা হয়েছে এবং মেঘালয়ে অবিলম্বে তিনি কাজ শুরু করবেন। এমনটাই একটি বিজ্ঞপ্তির দ্বারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে।