কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুচিত্রা নায়েককে চাকরির প্রলোভন দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল।
চাকরি না মেলায় হুল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজেপিতে ফিরে এলেন সুচিত্রা।
Advertisement
শুভেন্দু বলেন, ভাইপো বলেছিল। চাকরি দেবে। চাকরি দেয়নি। এখন দেখ বসে বসে কী রকম লাগে। সবে তো শুরু। ২০২৪ – এ ফাঁকা করে দেব।উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি তাপস মিশ্র , সমিত দাস প্রমুখ।
Advertisement
Advertisement



