শুরু ২১শের প্রস্তুতি

দু’বছর পর ফের সামনা সামনি নেত্রীর বার্তা শুনবেন তৃণমূল কর্মী- সমর্থকেরা। আর তারই প্রস্তুতি হলো খুঁটি পুজো করে। বুধবার ধর্মতলায় খুঁটি পুজো করে।

Written by SNS Kolkata | July 13, 2022 3:36 pm

২ বছর পর ফের ধর্মতলায় শহীদ দিবস। গত ২ বছর করোনার কারণে ভার্চুয়ালই পালন করা হয়েছে শহীদ দিবস।

আর দু’বছর পর ফের সামনা সামনি নেত্রীর বার্তা শুনবেন তৃণমূল কর্মী- সমর্থকেরা। আর তারই প্রস্তুতি হলো খুঁটি পুজো করে। বুধবার ধর্মতলায় খুঁটি পুজো করে।

শুরু হলো মঞ্চ বাধার কাজ, এবারের ২১ শে জুলাইকে বিজেপির বিরুদ্ধে ‘ জিহাদ ‘ দিবস বলে ঘোষনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এবারের শহীদ দিবস গুরুত্বপূর্ণ।

এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন এবং বিধানসভায় তৃণমূলের সহকারি পরিষদীয় দলনেতা তাপস রায় উপস্থিত ছিলেন।