চলতি শিক্ষাবর্ষেই শুরু হচ্ছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে একশো পড়ুয়ার পঠনপাঠন

বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের উপযুক্ত পরিকাঠামো আছে কিনা সে বিষয়ে মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ডের রিপোর্ট পাওয়ার ভিত্তিতে এই একশো আসনে চালু হবে।

Written by SNS Kolkata | July 30, 2022 6:38 pm

India better prepared to face Omicron, says health expert.

পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজের একশো আসনে এমবিবিএস পড়ুয়াদের পঠনপাঠনের ছাড়পত্র পেল রাজ্য সরকার।

এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের উপযুক্ত পরিকাঠামো আছে কিনা এই বিষয়ে মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড এর রিপোর্ট পাওয়ার ভিত্তিতে এই একশো আসনে চালু করা হবে।

তাম্রলিপ্ত মেডিকেল কলেজে এই একশো আসনবৃদ্ধির জন্য সেচমন্ত্রী ড. সৌমেন মহাপাত্র ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সৌমেনবাবু বলেন, এর ফলে পূর্ব মেদিনীপুরে নতুন দিগন্ত খুলে গেল। পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবাও এর ফলে উন্নততর হবে।

মেডিকেলে শুধু আসনসংখ্যা বৃদ্ধি করলেই হবে না, তাদের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। এর মধ্যে রয়েছে ফ্যাকাল্টি ও অ-শিক্ষক কর্মীর প্রয়োজন।

এছাড়া আসনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজের ভবন নির্মাণ, হাসপাতালে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো তৈরির প্রয়োজন।

এইসব শর্তপূরণ হলেই তাম্রলিপ্ত মেডিকেল কলেজের একশো নতুন আসনে পঠনপাঠন শুরু হয়ে যাবে।