১৪ আগস্ট থেকে লা লিগা শুরু হচ্ছে। প্রথম দিনেই খেলতে লাগবে কুড়িটি দল। লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলতে যাবে আলমেইরতে। বার্সেলোনা খেলতে নামবে নিজেদের ঘরের মাঠে রাও ভালেক্যানোর বিরুদ্ধে।
কাতার বিশ্বকাপ চলাকালীন তখন কিছুদিন লা লিগার খেলা বন্ধ থাকবে। বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবার দু সপ্তা পর থেকে আবারো লা লিগার খেলা চালু হবে।
Advertisement
১৬ অক্টোবর লা লিগায় প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ঘরের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিরুদ্ধে।
Advertisement
আগামী বছর ১৯ মার্চ মাসে ক্যাম্প ন্যুতে দ্বিতীয় সাক্ষাৎকারের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোপা দেল রে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৬ মে।
Advertisement



