• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অযোধ্যার অতিরিক্ত জেলাশাসকের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার দেহ

অযোধ্যার অতিরিক্ত জেলাশাসক (আইন-শৃঙ্খলা) সুরজিৎ সিং রহস্যমৃত্যু। বন্ধ ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।

অযোধ্যার অতিরিক্ত জেলাশাসকের রহস্যমৃত্যু। ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। সুরসারি কলোনি সিভিল লাইনে থাকতেন অতিরিক্ত জেলাশাসক (আইন-শৃঙ্খলা) সুরজিৎ সিং। তাঁর মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাস্থলে যান ডিভিশনাল কমিশনার, জেলাশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোথায় থাকতেন এডিএম সুরজিৎ সিং?

Advertisement

অযোধ্যার অতিরিক্ত জেলাশাসকের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সকালে ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। সুরসারি কলোনি সিভিল লাইনে থাকতেন অতিরিক্ত জেলাশাসক (আইন-শৃঙ্খলা) সুরজিৎ সিং। তাঁর মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাস্থলে যান ডিভিশনাল কমিশনার, জেলাশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পরিচারিকা মৃতদেহ দেখেছিল

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এডিএম-এর পরিবার কানপুরে থাকে। রান্নার কাজে জন্য অযোধ্যায় তিনি একজন রাঁধুনি রেখেছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই মহিলা খাবার রান্না করতে আসেন। আচমকা ওই দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তিনি। তিনি দেখেন, ঘরে এডিএম-এর মৃতদেহ পড়ে রয়েছে। ওই মহিলাই বিষয়টি পুলিশকে জানান। এর পরেই এলাকায় তোলপাড় পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয়পুলিশ।

শোক প্রকাশ করেছেন সাংসদ

এলাকার সাংসদ অবধেশ প্রসাদ যান সুরসারি কলোনিতে। তিনি পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সুরজিৎ ভালো অফিসার ছিলেন। এই ঘটনায় আমি খুবই মর্মাহত। তাঁর বিরুদ্ধে কখনও কোনও অভিযোগ ছিল না। জেলার বাসিন্দাদের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

Advertisement