করােনা আবহে পঞ্চম দফার ভােটগ্রহণ দেখবে হাইকোর্ট

একুশে বিধানসভা ভােটে গাইডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।করােনা আবহে কিভাবে নির্বাচন চললাে পঞ্চম দফায়,তার রিপাের্ট জমা দিতে বলা হয়েছে সােমবার।

Written by Molla Jasimuudin Kolkata | April 17, 2021 6:51 pm

কলকাতা হাইকোর্ট (File Photo: iStock)

মারণ ভাইরাসে করােনার থাবায় কলকাতা হাইকোর্ট স্বতঃস্ফূর্তভাবে সশরীরে শুনানি বন্ধ রেখে অনলাইন (ভার্চুয়াল) শুনানি চালাচ্ছে। ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট সার্কি জনস্বার্থে বাঙালির শারদ উৎসব দুর্গাপূজা থেকে অবাঙালিদের বড় উৎসব ছটপুজোয় গাইডলাইন বেঁধে দিয়েছিল।

এবারেও একুশে বিধানসভা ভােটে একপ্রকার গাইডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয় , করােনা আবহে কিভাবে নির্বাচন চললাে পঞ্চম দফায়, তার রিপাের্ট জমা দিতে বলা হয়েছে আগামী সােমবার। আজ অর্থাৎ শনিবার একুশে বিধানসভা নির্বাচনে পঞ্চম দফার ভােটগ্রহণ রয়েছে।

তার আগেই শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চে দাখিল হওয়া দুটি জনস্বার্থ। মামলার পরিপ্রেক্ষিতে এহেন নির্দেশিকা জারি। করােনা নিয়ন্ত্রণে সবকিছু পুলিশ করতে পারে না। এজন্য বিভিন্ন রাজনৈতিক দল সর্বোপরি সাধারণ মানুষদের সচেতনতা তৈরি করতে হবে।

ইতিমধ্যেই কলকাতা পুলিশ প্রতিদিন গড়ে মাস্কহীন দেড়শাে ব্যক্তিদের পাকড়াও করছে বিভিন্ন এলাকা থেকে। করােনা স্বাস্থ্যবিধি কড়াভাবে মানতে হবে ভােটে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।