• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইজরায়েলের সেনাশিবিরে হামাসের হামলা, পাল্টা অভিযানে নিহত ১০

দক্ষিণ গাজার খান ইউনিসে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি সেনাশিবিরে হামলা চালাল প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস।

দক্ষিণ গাজার খান ইউনিসে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি সেনাশিবিরে হামলা চালাল প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার সকাল ৯টা নাগাদ পরিকল্পিতভাবে চালানো এই হামলায় আহত হয়েছেন অন্তত তিনজন ইজরায়েলি সেনাকর্মী। আইডিএফের পাল্টা অভিযানে নিহত হয়েছেন অন্তত ১০ জন হামলাকারী।

বৃহস্পতিবার ভোরে আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, হামাসের প্রায় ১৮ জন সশস্ত্র যোদ্ধা একটি সুড়ঙ্গ ব্যবহার করে সেনাশিবিরের দিকে অগ্রসর হন। তাঁদের হাতে ছিল মেশিনগান ও রকেটচালিত গ্রেনেড (আরপিজি)। তবে সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কাফির ব্রিগেডের অধীনস্থ নাহশোন ব্যাটালিয়নের সেনারা। ঘটনাস্থলেই ১০ জন হামাস সদস্য নিহত হন, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন।

Advertisement

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা ‘আল-কাসেম ব্রিগেড’। তাদের দাবি, এই অভিযানে শুধু গুলি নয়, আত্মঘাতী বিস্ফোরণও ঘটানো হয়েছে। হামাসের দাবি অনুযায়ী, একাধিক ইজরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। যদিও ইজরায়েল সরকার এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

Advertisement

এই ঘটনার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে অধিকৃত পশ্চিম তীর। আন্তর্জাতিক সমালোচনাকে উপেক্ষা করে বুধবারই পশ্চিম তীরের কেন্দ্রস্থলে ৩,৪০০টি নতুন আবাসন নির্মাণের অনুমোদন দিয়েছে ইজরায়েল সরকার। বহুদিন ধরে স্থগিত থাকা পূর্ব জেরুসালেম সংলগ্ন ‘ই-১’ প্রকল্পে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। সরকারি অনুমোদন মিলতেই, ইজরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, ‘শীঘ্রই প্যালেস্টাইন রাষ্ট্রের ধারণা পৃথিবী থেকে মুছে যাবে।’ তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে গাজা দখলের পরিকল্পনা থেকে যে ইজরায়েল এখনও সরে আসেনি, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আইডিএফ জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ৫০,০০০ সেনা মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে।

Advertisement