মুখ্যমন্ত্রীর ‘জলস্বপ্ন’ প্রকল্পে যুক্ত হবে স্কুল, অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্যকেন্দ্রগুলি

‘জলস্বপ্ন প্রকল্পের’ পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিল নবান্ন। এই প্রকল্পের আওতায় এবার আনা হচ্ছে স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে।

Written by SNS Kolkata | August 12, 2021 7:33 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবিঃএসএনএস)

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জলস্বপ্ন প্রকল্পের’ পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিল নবান্ন। এই প্রকল্পের আওতায় এবার আনা হচ্ছে স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে।

এই মর্মে বুধবার জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। জেলাশাসকদের এই প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য রিভিউ করতে বলা হয়েছে সমস্ত জেলাশাসককে।

যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পের জন্য প্রয়ােজনীয় জমি কিনতে বলা হয়েছে। পরিত্যক্ত জমি থাকলে তা চিহ্নিত করে জল স্বপ্ন প্রকল্পের জন্য কাজে লাগানাের নির্দেশ দেওয়া হয়েছে।