সপ্তাহ জুড়ে চলবে বর্ষার দাপট

শুধু দক্ষিণবঙ্গ নয়,উত্তরবঙ্গ জুড়ে ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে,বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

Written by SNS Kolkata | June 24, 2021 3:42 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

চলতি সপ্তাহ জুড়ে থাকবে বর্যার দাপট। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ জুড়ে ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় চলবে ভারী বৃষ্টি। শুক্রবার দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃস্টি চলবে।

শনিবার কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদীয়ায় চলবে ভারী বৃষ্টি। পাঞ্জাব থেকে বঙ্গোপসাগরে যে মৌসুমি বায়ু অক্ষরেখায় তৈরি হয়েছে। তার প্রভাবে ঝাড়খণ্ড সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্যার দাপট বেড়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে প্রকাশ।