বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টি নয়

বর্ষা এলেও ২০ জুনের আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে। যদিও উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।

Written by SNS Kolkata | June 19, 2022 1:24 pm

অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা এল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা স্বাভবিকভাবে আসার কথা ছিল ১১ জুন।

কিন্তু কিছুটা দেরিতে হলেও শনিবার বর্ষা আসার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বর্ষা এলেও ২০ জুনের আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে। যদিও উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া এবং বীরভূমে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়ও বর্ষার পদধ্বনি শোনা যাচ্ছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর ক্রমশ বাড়ছে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে কারণে একাধিক নদীতে লাল এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে।