• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফ্রান্সের ল্যুভর জাদুঘর থেকে মাত্র ৭ মিনিটে লুট মূল্যবান গয়নাগাটি, ধন্দে গোয়েন্দারা

১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ওই দুষ্কৃতীদল নিজেদের কাজ সারে এবং ঘটনাস্থল থেকে  পালায়

এ যেন কোনো রোমহর্ষক হলিউড সিনেমার দৃশ্য! দিনের আলোয় প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে বহুমূল্য আটটি গয়না চুরি করে পালিয়ে যায় এক দুষ্কৃতীদল। ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ওই দুষ্কৃতীদল নিজেদের কাজ সারে এবং ঘটনাস্থল থেকে  পালায়। জাদুঘরটি থেকে কী কী চুরি করা হয়েছে সোমবার সকালে তার একটি তালিকা দিয়েছে ফ্রান্সের  সংস্কৃতি মন্ত্রক।

জানা গিয়েছে জাদুঘর থেকে খোয়া গিয়েছে কিছু কানের দুল, নীলার নেকলেস এবং টিয়ারা বা মুকুট। তৃতীয় নেপোলিয়ানের স্ত্রী ইউজিনের একটি মহামূল্যবান মুকুট দুষ্কৃতীদল চুরি করে পালানোর সময় ফেলে গিয়েছে। দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে মিউজিয়াম।

Advertisement

একটি ফরাসি পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, ল্যুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ। সকালে যখন সবাই মিউজিয়ামে ঢুকবেন বলে লাইনে দাঁড়িয়েছিলেন তখন খবর আসে যে মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি থেকে অনেক কিছু চুরি হয়েছে। এর ফলে আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী লরেন্ট নানেজ  বিস্তারিত বিবৃতি দিয়ে জানিয়েছেন যে দুষ্কৃতীরা কাজটি করেন মিউজিয়াম খোলার আগে। তাঁরা শ্যেন নদীর দিক থেকে এসেছিলেন।

Advertisement

ওই দিকে মিউজিয়াম সংস্কারের কাজ চলছিল। দুষ্কৃতীরা হাইড্রলিক ল্যাডার দিয়ে উপরে ওঠেন। তাঁদের গন্তব্য ছিল অ্যাপোলো গ্যালারি। এই গ্যালারিতে রাখা থাকে ফরাসি রাজা-রানিদের ব্যবহৃত বহুমূল্য সব গয়নাগাটি। ডিস্ক কাটার দিয়ে গ্যালারির জানালা কেটে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করেন। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক থেকে জানানো হয়েছে রানি মারি অ্যামেলি এবং রানি হোর্তঁসের টিয়ারা,  নীলার নেকলেস এবং কানের দুল চুরি হয়েছে। এছাড়াও চুরি হয়েছে নেপোলিয়নের ব্রোচ ও নেকলেস। দুষ্কৃতীদলের গোটা অপারেশনটা সম্পূর্ণ  করতে মাত্র ৭ মিনিট সময় লেগেছে।

তৃতীয় নেপোলিয়ানের স্ত্রী ইউজিনের একটি বহুমূল্য টিয়ারা দুষ্কৃতীদল চুরি করে পালানোর সময় ফেলে গিয়েছে। ওই গ্যালারিতেই ছিল ‘রিজেন্ট’ হিরে। নিলামে ওই হিরের দাম উঠেছিল ৬ কোটি মার্কিন ডলার।  ‘রিজেন্ট’ হিরে চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। তবে তাঁরা এত কম সময়ে এত বড় একটি অপারেশন কীভাবে সম্পূর্ণ করল তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছেন ফ্রান্সের গোয়েন্দারা।

উল্লেখ্য, ১৬৬১ সালে রাজা চতুর্দশ লুই তৈরি করেন অ্যাপোলো গ্যালারি। এই মিউজিয়ামে রয়েছে বহু মূল্যবান জিনিসপত্র যেগুলির ঐতিহাসিক মূল্য অপরিমেয়। ফ্রান্সের আইনমন্ত্রী জেরাল্ড দার্মানিন জানিয়েছেন যে, ল্যুভরের ডাকাতির ঘটনার জেরে সারা দেশে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। তিনি  জানিয়েছেন যে, তাঁরা ‘ব্যর্থ’ হয়েছেন মিউজয়ামের বহুমূল্য জিনিসগুলিকে রক্ষা করতে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, দুষ্কৃতীরা ফ্রান্সের ঐতিহ্য এবং ইতিহাসকে আঘাত করেছে ফলে তাঁদের উচিত বিচার হবে। এই মিউজিয়ামে রয়েছে ৩ লক্ষ ৮০ হাজার দ্রষ্টব্য জিনিসপত্র। তার মধ্যে ৩৫ হাজার জিনিস প্রদর্শিত রয়েছে। এর আগেও এই সংগ্রহশালায় চুরির ঘটনা ঘটেছে। ১৯১১ সালে এই মিউজিয়াম থেকে চুরি হয় লিওনার্দো দ্য ভিঞ্চি’র আঁকা বিখ্যাত ছবি ‘মোনালিসা’। মিউজিয়ামের এক কর্মীই ছবিটি চুরি করেছিলেন। ২ বছর পর সেটি আবার উদ্ধার করা হয়।

Advertisement