শুল্ক সমস্যা সমাধানের লক্ষ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি চিনের পণ্যের উপরে ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। পাল্টা দিয়েছিল চিনও। জিংপিং সরকার জানিয়েছিল, ‘ভুল শুধরে’ না নিলে চিন যা করার করবে। এরা আগে গত ২৩ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্টের দেখা হতে চলেছে। আমেরিকা ও চিনের সম্পর্ক ‘খুব ভাল’ বলেও দাবি করেছিলেন তিনি।
শুক্রবার থেকে এশিয়া সফর শুরু করেছেন ট্রাম্প ট্রাম্প। এদিন মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন তিনি। এই সফরেই তিনি যাবেন দক্ষিণ কোরিয়ায়। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াতেই আমেরিকার প্রেসিডেন্ট দেখা করবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। একাধিক সংবাদ মাধ্যমের দাবি, আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় তিন দিনের ‘এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সামিট’ হবে। সেখানেই দেখা হতে চলেছে ট্রাম্প ও জিংপিংয়ের।
Advertisement
Advertisement
Advertisement



