আমেরিকায় বসবাসকারী অভিবাসীরা কতটা সরকারি সাহায্য পান, তার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি বিভিন্ন দেশের অভিবাসী পরিবার কত শতাংশ হারে সরকারি সুবিধা পেয়েছে, তার একটি তালিকা তুলে ধরেন। এই তালিকায় মোট ১২০টি দেশের নাম থাকলেও ভারতের নাম সেখানে না থাকায় বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে। তবে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও ভুটানের নাম তালিকায় রয়েছে।
কাজ, পড়াশোনা বা স্থায়ী বসবাসের উদ্দেশ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আমেরিকায় যান। নির্দিষ্ট আইনগত শর্ত পূরণ করলে তবেই মার্কিন নাগরিকত্ব মেলে, নচেৎ তাঁদের অভিবাসী হিসেবেই থাকতে হয়। মার্কিন সরকারের তরফে এই অভিবাসীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়।
Advertisement
ট্রাম্পের প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকারি সুবিধা পাওয়ার নিরিখে শীর্ষে রয়েছে নেপাল। নেপালি অভিবাসী পরিবারগুলির ৮১.৪ শতাংশ আমেরিকার সরকারি সাহায্য পেয়েছে। এর পর রয়েছে ইয়েমেন (৭৫.২ শতাংশ), সোমালিয়া (৭১.৯ শতাংশ), আফগানিস্তান (৬৮.১ শতাংশ), বাংলাদেশ (৫৪.৮ শতাংশ) ও পাকিস্তান (৪০.২ শতাংশ)। তবে এই তালিকায় ভারতের নাম নেই।
Advertisement
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই অভিবাসন নীতি আরও কঠোর করার বার্তা দিয়েছেন ট্রাম্প। অভিবাসীদের জন্য সরকারি ব্যয় কমানোর কথাও তিনি বলেছেন। এই আবহে ট্রাম্প প্রসাশনের প্রকাশিত তালিকা ও তাতে ভারতের অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Advertisement



