ভেনেজ়ুয়েলার সস্ত্রীক প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল তোলপাড়। এর মধ্যে ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী তথা নোবেল পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদোকে নিয়ে নিজের বক্তব্য সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিকোলাস মাদুরোকে বন্দি করার পর গুঞ্জন শোনা যায় মারিয়া করিনা মাচাদো ভেনেজ়ুয়েলার পরবর্তী নেত্রী হতে পারেন। ঠিক তখনই সেই সম্ভাবনা নাকচ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প দেশের পরবর্তী নেত্রী হিসেবে মাচাদোকে নাকোচ করেছেন। ট্রাম্প বলেছেন, ‘মাচাদো খুব ভালো একজন নারী। আমার মনে হয় ওঁর পক্ষে নেতৃত্ব দেওয়া কঠিন হবে। দেশের ভিতরে ওঁর সেই গ্রহণযোগ্যতা নেই।’ ট্রাম্পের সাফ দাবি, ভেনিজ়ুয়েলার মানুষের কাছে মাচাদোর গ্রহণযোগ্যতা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে।
Advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মনে করছেন, মাদুরোকে সরিয়ে সরাসরি বিরোধীদের হাতে ক্ষমতা না দিয়ে প্রশাসনের ভিতরে থাকা পরিচিত মুখ ভেনিজ়ুয়েলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে আমেরিকা।
Advertisement
Advertisement



