সম্প্রতি সিরিয়ার উপর চাপানো দীর্ঘ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বুধবার দুপুরে (ভারতীয় সময়) সিরিয়ার অন্তর্বতী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে শুভেচ্ছা সাক্ষাৎ করলেন ট্রাম্প। আহমেদ আল-শারার সঙ্গে তাঁর বৈঠক করার কথা আগেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল। সেই মতো বুধবার পশ্চিম এশিয়া সফরের সময়ই ট্রাম্প সৌদি আরবে সিরিয়ার অন্তর্বতী প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা সাক্ষাতে সম্মত হয়েছেন।
প্রসঙ্গত সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সময়েই সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। এখন আর সিরিয়ার গদিতে বাশার নেই। আহমেদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। সম্প্রতি সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠকের পর এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি সিরিয়ার রাজনৈতিক পালাবদলের জেরে তাদের উপর নিষেধাজ্ঞা তোলার ঘোষণা করেন। সলমনকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, ‘সিরিয়ায় নতুন সরকার এসেছে। আশা করি, তারা দেশকে স্থিতিশীল করতে ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে। আমি সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব। দেশটি যাতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে, সেই সুযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।’
Advertisement
উল্লেখ্য, নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর প্রকাশ্যে আসতেই সিরিয়ার রাজধানী দামাস্কাসে উল্লাসের ছবি ধরা পড়ে। সাধারণ মানুষের নাচ, উদ্যাপনের টুকরো টুকরো ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরিয়ার বিদেশ মন্ত্রক।
Advertisement
Advertisement



