টাই না পরে বিদ্যুৎ বাঁচানোর উপদেশ স্প্যানিশ প্রধানমন্ত্রীর

গোটা বিশ্বই এখন বৈশিক উষ্ণতা নিয়ে গভীর চিন্তায়। সবাই কোনো কোনো ভাবে উষ্ণতা বাড়ানোর কারণগুলি নিয়ে ভাবতে শুরু করেছে। সেগুলি কমানোর চেষ্টাও শুরু করেছে।

Written by SNS Madrid | July 30, 2022 9:52 pm

Electricity

গোটা বিশ্বই এখন বৈশিক উষ্ণতা নিয়ে গভীর চিন্তায়। সবাই কোনো কোনো ভাবে উষ্ণতা বাড়ানোর কারণগুলি নিয়ে ভাবতে শুরু করেছে। সেগুলি কমানোর চেষ্টাও শুরু করেছে।

কিন্তু তাই বলে ‘টাই’ এর সঙ্গে উষ্ণতার সম্পর্ক! সম্প্রতি বিশ্ব পরিবেশ সম্মেলনে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

কারণ বিদ্যুতের বিষয়টি সরাসরি পরিবেশের সঙ্গে সম্পর্কিত। কিন্তু সেই বিদ্যুৎ অপচায় রুখতে আজব ফর্মুলা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ।

একটি অনুষ্ঠানে স্যাঞ্চেজ বলেছেন, ‘টাই পরবেন না তাহলে বিদ্যুৎ বাঁচবে।’ তিনি আরও বলেন, ‘আমি কখনও টাই পরি না।আমার মন্ত্রীদেরও বলেছি, একদম টাই পরবেন না। তাহলে মাথা ঠান্ডা থাকবে, বিদ্যুৎ সাশ্রয় হবে।’

যে অনুষ্ঠানে স্যাঞ্চেজ এ কথা বলেছেন, সেখানে যায় শার্টের উপর একটা কোট পরে রয়েছেন তিনি।

তবে টাই না পরার সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের কী সম্পর্ক সে ব্যাপারে কোনও ব্যাখ্যা দেননি স্প্যানিশ প্রধানমন্ত্রী।

১ অগস্ট থেকে স্পেনে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে বিশেষ কর্মসূচি শুরু করছে স্পেন সরকার। সেই সংক্রান্ত অনুষ্ঠানেই টাই পরার ব্যাপারে বিদ্যুৎ সাশ্রয়ের প্রসঙ্গ টানেন স্যাঞ্চেজ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গত কয়েক মাসে স্পেনে বিদ্যুতের দাম বেড়েছে।

তবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা কমায় কিছুটা হলেও স্বাস্তিতে স্পেন, পর্তুগালের মতো দেশগুলি।