• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শ্রীলঙ্কায় খাদে বাস পড়ে ২১ জনের মৃত্যু, জখম ৩৫

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা শ্রীলঙ্কায়। কোটমালের পাহাড়ি এলাকায় খাদে বাস পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩৫ জন।

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা শ্রীলঙ্কায়। কোটমালের পাহাড়ি এলাকায় খাদে বাস পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। মৃতেরা সকলেই বৌদ্ধ পুণ্যার্থী। প্রাথমিক তদন্তে অনুমান, পাহাড়ি রাস্তার মোড় ঘুরতেই বাসটি খাদে পড়ে যায়। কী ভাবে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি না কি চালকের ভুল, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রায় ৬০ জন বৌদ্ধ পুণ্যার্থীকে নিয়ে কাতারাগামা থেকে কুরুনেগালা যাচ্ছিল একটি সরকারি বাস। সেই সময় পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেশ কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জখমদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

Advertisement

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিককালের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ এবং উদ্ধারকারীরা। শ্রীলঙ্কায় বছরে গড়ে তিন হাজার সড়ক দুর্ঘটনা হয়। তবে ২০০৫ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটল বলেই জানা যাচ্ছে। ২০২১ সালেও বাস দুর্ঘটনা হয়। সেই সময় ১৩ জনের মৃত্যু হয়েছিল।

Advertisement

Advertisement