• facebook
  • twitter
Wednesday, 6 August, 2025

মার্কিন নিষেধ উপেক্ষা ফের ইউক্রেনে সামরিক অভিযান রাশিয়ার

‘আগুন নিয়ে খেলছেন’ বলে পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিনিধিত্বমূলক চিত্র

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এবার রাশিয়ার প্রেসিডেন্টকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি নিজেকে রাশিয়ার রক্ষাকর্তা বলে দাবি করেছেন। মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে ইউক্রেনের বিরুদ্ধে হামলা না থামানোয় পুতিনকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান করে ‘আগুন নিয়ে খেলছেন’ পুতিন।

ট্রাম্প তাঁর নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘আমি না থাকলে রাশিয়ায় অনেক খারাপ কিছু ঘটে যেত। পুতিন সেটা বুঝতে পারছেন না। তার পরেও তিনি থামছেন না। আগুন নিয়ে খেলা শুরু করেছেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।’ সম্প্রতি আন্তর্জাতিক ভাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বেশি দূর এগোয়নি। বেঁকে বসে মস্কো। তাতেই ক্ষুণ্ণ হয়ে পুতিনকে ‘পাগল হয়ে গিয়েছেন’ বলে মন্তব্য করেন ট্রাম্প। সেই আবহেই ট্রাম্প আরও এক বার রুশ প্রেসিডেন্টকে নিশানা করলেন।

মঙ্গলবার থেকে উত্তর-পূর্ব ইউক্রেনে ফের আক্রমণ বাড়িয়ে চলেছে রুশ সেনা বাহিনী। শুধু তাই নয়, পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে নতুন একটি জনপদ দখলের দাবি করেছে তারা। আমেরিকার পক্ষ থেকে বার বার প্রস্তাব দেওয়া হলেও আলোচনার টেবিলে না বসে এ ভাবে ইউক্রেনে একের পর এক আক্রমণ করায় খুশি নন ট্রাম্প। তবে রাশিয়াকে ট্রাম্পের আক্রমণ ভাল ভাবে নেয়নি মস্কো। জবাবে পাল্টা রাশিয়ার নিরপত্তাকর্তা তথা প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সমাজমাধ্যমে ট্রাম্পকে নিশানা করে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে’র কথা স্মরণ করিয়ে দেন।

প্রসঙ্গত মঙ্গলবারই রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে ইউক্রেনের অন্তত ১৪৭৫ জন সেনার মৃত্যু হয়েছে। তাদের সেনা রুডনেৎস্ক এলাকার স্টারায়া নিকোলায়েভকা জনবসতি মুক্ত করেছে। এমনকি ইউক্রেনের খারকিভেও সাফল্য পেয়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। সেই আবহেই পুতিনকে ট্রাম্প আরও একবার হুঁশিয়ারি দিলেন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর জো বাইডেন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। জারি হয় একাধিক নিষেধাজ্ঞা। কিন্তু দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতিতে সচেষ্ট ট্রাম্প। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতেও নাগাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। একদিকে যেমন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন, তেমনি পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্প। মুখোমুখি সাক্ষাৎ ছাড়াও দুই দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বার বার ফোনে কথা বলে যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন ট্রাম্প। আলোচনার প্রথম থেকেই তিনি দাবি করে আসছেন, ‘আমি যুদ্ধ পছন্দ করি না।’ কিন্তু ইউক্রেন ট্রাম্পের কথায় সম্মত হলেও মাথা নোয়াচ্ছে না রুশ প্রশাসন। ক্রমাগত আক্রমণ বাড়িয়ে চলেছে রুশ সেনা বাহিনী।