আত্মঘাতী বিস্ফোরণে হত তালিবান ধর্মগুরু রহিমুল্লা হাক্কানি

Written by Sunita Das August 12, 2022 6:25 pm

কাবুল, ১২ আগস্ট–

থায় আছে যেমন কর্ম তেমন ফল। একাধিক মৃত্যু-হিংসার সঙ্গে জড়িতের মৃত্যুটাও হল সেই ভাবেই। আত্মঘাতী হামলায় কাবুলে নিহত রহিমুল্লা হাক্কানি । তালিবান এই ধর্মগুরুর মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন আইসিসের মুখপাত্র বিলাল করিম। আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরির মৃত্যুর পর রহিমুল্লা হাক্কানি। কয়েকদিন আগেই আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল-জওয়াহিরি। এবার তালিবান ধর্মগুরি রহিমুল্লা হাক্কানিও।

উল্লেখ্য গত বছর অগস্ট মাসে আফগানিস্তানের মসনদ দখল করে তালিবান। তালিবানের সর্বোচ্চ পর্যায়ের ধর্ম নেতা ছিলেন এই হাক্কানিই।

খবর অনুসারে, বৃহস্পতিবার বিকেলে কাবুলের একটি স্কুলের একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন হাক্কানি। সেই সময়ে এক ব্যক্তি কৃত্রিম পায়ের ভিতরে বিস্ফোরক লুকিয়ে এনে স্কুলে হামলা চালায়। চারপাশ কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণে।ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতেই নিহত হন হাক্কানি। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।  

আফগানিস্তানের তালিবান সরকারের সমর্থক ছিলেন হাক্কানি। জঙ্গি গোষ্ঠী আইসিসের কড়া সমালোচকও ছিলেন তিনি। মনে করা হচ্ছে, আইসিসের হামলাতেই খুন হলেন তিনি।