• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

তিস্তাপাড়ে দাঁতালের হানা, হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের 

বেশ কিছুদিন ধরেই দাঁতালের দাপটে তটস্থ তিস্তা পাড়। স্থানীয় সূত্রে খবর, একশোটির বেশি হাতি ছোট ছোট দলে ভাগ হয়ে হানা দিচ্ছে এলাকায়।

ফাইল চিত্র

হাতি তাড়াতে গিয়ে বিপত্তি। জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল দুই তরুণের। তিস্তা নদী সংলগ্ন গজলডোবার টাকিমারি চর এলাকার ঘটনা। বনদপ্তর সূত্রে খবর, মৃতদের নাম তুষার দাস ও নারায়ণ দাস। কোতোয়ালি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে।

বেশ কিছুদিন ধরেই দাঁতালের দাপটে তটস্থ তিস্তা পাড়। স্থানীয় সূত্রে খবর, একশোটির বেশি হাতি ছোট ছোট দলে ভাগ হয়ে হানা দিচ্ছে এলাকায়। গতকাল রাতেও হাতির দল হানা দেয় বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চর, টাকিমারি ও সংলগ্ন এলাকায়। বনদপ্তরের কর্মীদের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিল এলাকার যুবকরা। হাতি তাড়িয়ে ফেরার পথে হাতির হামলায় মৃত্যু হয় তুষার ও নারায়ণের। পা দিয়ে দুই যুবককে পিষে দিয়েছে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তারা জানাচ্ছেন, বার বার হাতি আক্রমণ হয় গ্রামে। বনদপ্তরের কাছে কড়া নজরদারির আবেদন জানানো হলেও লাভ কিছু হয় না। গত ১৪ মে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল কেরল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের। আবারও অঘটন ঘটল। বনদপ্তর কড়া নজরদারি চালাক, হাতি যেন গ্রামে ঢুকতে না পারে, এটুকুই চাইছেন স্থানীয় বাসিন্দারা।