• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাড়াবাড়ি থেকে উদ্ধার, তমলুকের মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ

রক্তাক্ত অবস্থায় চিকিৎসকের দেহ উদ্ধার হয় ভাড়া বাড়ি থেকে

ফের এক মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু। এবার তমলুকে। রক্তাক্ত অবস্থায় চিকিৎসকের দেহ উদ্ধার হয় ভাড়া বাড়ি থেকে। বছর বত্রিশের চিকিৎসক শালিনী দাস দমদম এলাকার  বাসিন্দা। কিন্তু তিনি কর্মরত ছিলেন কাঁথি সরকারি হাসপাতালে। তিন মাস কাঁথি সাব-ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন। তবুও তিনি থাকতেন তমলুকে। মায়ের সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন ওই চিকিৎসক। অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ শালিনী তমলুক এবং মহিষাদলের একাধিক নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার দিন সকালে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ হিসেবে তাঁর ডাক পড়ে তমলুকের একটি হাসপাতালে। সকাল ৭টা নাগাদ নার্সিংহোম যাওয়ার জন্য বের হন শালিনী। প্রথমে মহিষাদলের একটি নার্সিংহোমে নিজের কাজ সেরে তমলুকের আরেকটি নার্সিংহোমে যান শালিনী। অপারেশন থিয়েটারে নিজের দায়িত্ব পালনের সময়েই কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন ওই চিকিৎসক। উপস্থিত চিকিৎসকের পরামর্শে হাতে চ্যানেল করে একটি ইঞ্জেকশানও নেন তিনি। 

Advertisement

বেলা ১২টা নাগাদ কিছুটা সুস্থ বোধ করায় ওই চিকিৎসক ভাড়াবাড়িতে ফিরে যান। বাড়ি ফিরেই সোজা বাথরুমে ঢুকে যান তিনি। এরপরেই বাথরুমের বাইরে অচৈতন্য রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন বাড়ির পরিচারিকা। তড়িঘড়ি চিকিৎসককে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

Advertisement

মেয়ের অকালমৃত্যুতে শোকে পাথর চিকিৎসকের মা। কান্নায় ভেঙে পড়েন কবিতা দেবী, তিনি বলেন, ‘মেয়ে বাড়ি থেকে বেরোনোর সময় সুস্থই ছিল। কিন্তু যখন ঘরের বাথরুমের সামনে ওর রক্তাক্ত দেহ দেখলাম, তখন ওর হাতে চ্যানেল ছিল।’ চিকিৎসকের মৃত্যুতে থমথমে তমলুকের ওই নার্সিংহোমও। 

Advertisement