দলের শ্রমিক সংগঠনকে আরও মজবুত করতে তমলুক ও দুর্গাপুরে আইএনটিটিইউসির নতুন কোর কমিটি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এই দুই কোর কমিটির দায়িত্বে রাখা হয়েছে। তমলুকের কোর কমিটির সদস্য সংখ্যা ৯ জন। অপরদিকে দুর্গাপুর শিল্পাঞ্চলের কোর কমিটির সংখ্যা ১২ জন।
তমলুকের কোর কমিটিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন আস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাঝি, শঙ্কর দন্ডপাত, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, সেখ আলমগীর ও আলম জিলানি। অন্যদিকে দুর্গাপুরের ১২ জন সদস্যের মধ্যে ঋতব্রত ছাড়াও রয়েছেন মানস অধিকারী, রাজেশ কোনার, ভুবনেশ্বর মুখোপাধ্যায়, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং, দেবব্রত কেশ, পূর্ণনন্দ চট্টোপাধ্যায়, সেখ আমিনুর রহমান ও আকবর আলি।
Advertisement
সম্প্রতি রাজ্যের বেশিরভাগ জেলার জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের নাম ঘোষণআ করেছিল তৃণমূল। তবে উত্তর কলকাতা ও বীরভূমে কোর কমিটি ঘোষণা করা হয়। বহুদিন পর জেলা সভাপতির পদ হারান অনুব্রত মণ্ডল। এ বার দলের শ্রমিক সংগঠনককে মজবুত করতে তমলুক ও দুর্গাপুরে কোর কমিটির ঘোষণা করেছে তৃণমূল। এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, শ্রমিক সংগঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তা সকল নেতা–কর্মীদের মান্যতা দিতে হবে। আগামীদিনে সংগঠনকে আরও জোরদার করতে হবে।
Advertisement
Advertisement



