রাফায়েল কান্ডে নয়া মােড়, দুর্নীতির খোঁজ পেতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ ফরাসি সরকারের। রাফায়েল যুদ্ধবিমান চুক্তি ঘিরে দুর্নীতির তদন্ত দিয়েছে ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ পিএনএফ।
রাফায়েল যুদ্ধ বিমান প্রস্তুতকারী সংস্থা দাসাে এভিয়েশনের মধ্যস্তকারীকে ১০ লক্ষ ইউরাে (প্রায় ৯ কোটি) উপহার দেওয়া হয়। এই উপহার খাতা-কলমে থাকলেও বাস্তবে অস্তিত্বহীন। তা ফ্রান্সের এক সংবাদমাধ্যম নথিপত্র সহ সংবাদ প্রকাশ করে থাকে।
Advertisement
দুর্নীতি বিরােধী এক সংগঠন তা আবার লিখিত অভিযােগ করে ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগে। তাই এই বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ বলে জানা গেছে।
Advertisement
২০১৮ সালে এইরুপ অভিযােগ তথ্যপ্রমাণের অভাবে খারিজ করে দিয়েছিল ফরাসি সরকার। তবে এবার নথিপত্র দিয়ে সংবাদ প্রকাশই বাধ্য করলাে তদন্তের জন্য।
গত ২০১৬ সালে মােদি সরকার ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬ টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল ফরাসির এই সংস্থার কাছ থেকে। এবার রাফায়েল কান্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশে চাপে পড়ে গেল মােদির সরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement



