স্টক এক্সচেঞ্জ দুর্নীতির অভিযোগে দেশজুড়ে সিবিআই তল্লাশি

দেশজুড়ে তল্লাশি চালাল সিবিআই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এর লোকেশন দুর্নীতির মামলায় এই তল্লাশি বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে।

Written by SNS Mumbai | May 22, 2022 2:11 pm

দেশজুড়ে তল্লাশি চালাল সিবিআই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এর লোকেশন দুর্নীতির মামলায় এই তল্লাশি বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে।

কলকাতা, দিল্লি, মুম্বই, গান্ধিনগর, নয়ডা, গুরুগ্রাম সহ বিভিন্ন শহরের এক ডজন ঠিকানায় শুক্রবার তল্লাশি হয়েছে। এর মধ্যে একাধিক ‘ব্রোকার সংস্থা’র দফতরও রয়েছে ।

কো-লোকেশন দুর্নীতির মামলার তদন্তে ইতিমধ্যে এনএসই’র প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) চিত্রা রামকৃষ্ণ এবং প্রাক্তন গ্রুপ অপারেটিং অফিসার (জিওও) আনন্দ সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করেছে সিবিআই।

তাঁদের বিরুদ্ধে ঘুষ নিয়ে বিশেষ সংস্থাকে কো-লোকেশন সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

দিল্লির ব্রোকিং সংস্থা ওপিডি সিকিউরিটিজ ও তার প্রোমোটার সঞ্জয় গুপ্ত নিয়ম ভেঙে এনএসই-র কো লোকেশন ব্যবস্থার সুবিধা নিয়ে ছিলেন।

এর ফলে অন্য ব্রোকারদে থেকে কিছুটা সময় আগেই লেনদেনের জন্য লগ-ইন করতে পারতেন এবং তার সাহায্যে মুনাফা লুঠতেন সঞ্জয় এবং তার সহযোগী ব্রোকাররা।