পুরসভা অভিযানে দুর্নীতি নিয়ে সরব সিপিএম

গরিব মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই চলবে। সরকারি জমির পাট্টা গরিব, গৃহহীন মানুষদের হাতে দিয়ে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ে আসতে হবে।

Written by SNS Kolkata | August 4, 2022 4:36 pm

বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে মঙ্গলবার খড়গপুর পুরসভায় অভিযানের ডাক দেয় সিপিএম। প্রায় হাজারখানেক কর্মী সমর্থকের সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব বলেন, তৃণমূল মুখে সততার কথা বলে।

কিন্তু আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে। তৃণমূল আর দুর্নীতি সমার্থক। খড়গপুরে তৃণমূল পরিচালিত পুরসভাও তার ব্যাতিক্রম নয়।’

সিপিএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, ‘তৃণমূল তোলাবাজ ও সিন্ডিকেটের দল। সিপিএম দুর্নীতির বিরুদ্ধ রাস্তায় আছে।

গরিব মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই চলবে। সরকারি জমির পাট্টা গরিব, গৃহহীন মানুষদের হাতে দিয়ে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ে আসতে হবে।

জলনিকাশী ব্যবস্থার মাস্টার প্ল্যান দ্রুত কার্যকর করতে হবে, কালো পানীয় জল সরবরাহ বন্ধ, নয়ানজুলি বন্ধ করে বহুতল নির্মাণ বন্ধ সহ নানা দাবির ভিত্তিতে পুরপ্রধান প্রদীপ সরকারকে স্মারকলিপি দেওয়া হয়।

উপস্থিত ছিলেন অনিতবরণ মণ্ডল, অসিত সরকার, জয়দীপ বোস, স্মৃতিকণা দেবনাথ প্রমুখ।