তাহলে ভুল ভাঙলো। ৭৫ বছর পর-তাতে কি? ‘যব জাগো তভি সাবেরা।’ সিপিএমের ১৫ দিন ধরে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্তে এমনটাই বলছে রাজনৈতিক মহল। কমিউনিস্ট পার্টির এহেন সিদ্ধান্তে হইচই পড়ে গেছে রাজনৈতিক মহলে। এবার ১৫ দিন ধরে দেশজুড়ে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত একেজি ভবনের।
দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে প্রতিটি স্বাধীনতা দিবসে পার্টির সিদ্ধান্তকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাইটার্সে নিয়মিত জাতীয় পতাকা তুলতেন তাঁরা ।
Advertisement
পার্টির কর্মসূচি নয়, সরকারি অনুষ্ঠান বলেই তাঁরা যেতেন বলে যুক্তি সাজাত আলিমুদ্দিন। গত বছর জাতীয় পতাকা তুলতে গিয়েও বিপত্তি ঘটে। আলিমুদ্দিনের ছাদে বিমান বসু পতাকা তুলতে গিয়ে প্রথমে তা উলটো পতাকা উঠে যাওয়ার উপক্রম হয়। কোনওক্রমে মান রক্ষা করেন অন্য নেতারা। মাঝপথেই পতাকা নামিয়ে ফের ঠিক করে তা তোলা হয়।
Advertisement
এবার যে স্বাধীনতার ৭৫ বছর। আলোচনা করতে শনিবার বৈঠকে বসে কমরেডকুলের শীর্ষনেতারা। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে পার্টির অবস্থান নিয়ে আলোচনার পাশাপাশি স্বাধীনতা দিবসে পার্টির ভূমিকা নিয়ে পলিটব্যুরোর বৈঠকে আলোচনা হয়।
ঠিক হয়, একদিন নয়। ১৫ দিন ধরে স্বাধীনতা দিবস পালন করবে সিপিএম । প্রতিটি রাজ্য পার্টিকে পলিটব্যুরোর সিদ্ধান্ত মেনে পরিকল্পনা করার নির্দেশ পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেয় নেতৃত্ব।
এমন সিদ্ধান্তের পেছনে সীতারাম ইয়েচুরি সাফাই, ‘মোদি সরকার দেশের সংবিধানের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। সংবিধান সম্পর্কে মানুষকে সচেতন করতে অধিকার নিয়ে ১৫ দিন ধরে প্রচার চালানো হবে বলে জানান তিনি।
সেইসঙ্গে কেরলের বাম সরকারের বিরুদ্ধে বিজেপি ও কংগ্রেস চক্রান্ত করছে বলেও অভিযোগ সিপিএমের।’
Advertisement



