ইউএই-র সর্বোচ্চ সম্মান মোদির মুকুটে

বছরের শুরুতেই অর্থনীতিবিদ ফিলিপ কোটলারের নামাঙ্কিত পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ সম্মান অর্ডার অফ জয়েদ বা জায়েদ মেডেল পেলেন প্রধানমন্ত্রী মােদি।

Written by SNS April 5, 2019 10:11 am

প্রধানমন্ত্রী সঙ্গে যুবরাজ মুহম্মদ বিন জয়েদ আল নাহিয়ান (File Photo-Twitter@narendramodi)

দিল্লি – বছরের শুরুতেই অর্থনীতিবিদ ফিলিপ কোটলারের নামাঙ্কিত পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ সম্মান অর্ডার অফ জয়েদ বা জায়েদ মেডেল পেলেন প্রধানমন্ত্রী মােদি। গত বছর রিপাবলিক অফ কেরিয়ার ‘সােল শান্তি পুরস্কার’ পেয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করার কথা টুইট করে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ ও ইউএই-র সামরিক বাহিনীর ডেপুটি সুপ্রিম কম্যান্ডার শেখ মহম্মদ বিন জায়েদ। তাঁর কথায়, ‘ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, যা আরও উজ্জীবিত হয়েছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির উদ্যোগে, যিনি এই সম্পর্ককে আরও উন্নত করেছেন। তাঁর উদ্যোগকে মর্যাদা জানিয়ে ইউএই-র প্রেসিডেন্ট তাঁকে জায়েদ মেডেলে সম্মানিত করেছেন’। মােদির আগে রাষ্ট্রনেতাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চিনের প্রেসিডেন্ট জাই জিনপিং-কে সম্মান দিয়েছিল ইউএই।

গত ৩ বছরে দু’বার ইউএই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মােদি। তাঁর সাম্প্রতিক সফরে দু’দেশের মধ্যে একাধিক মউ চুক্তি হয়েছিল। যার মধ্যে অন্যতম, আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির। যুবরাজ মহম্মদ ২০১৭-তে শেষবার ভারত সফরে এসেছিলেন। ২০ লাখের বেশি প্রবাসী ভারতীয়ের বসবাস সংযুক্ত আরব আমিরশাহিতে।