ভারতের নতুন ব্রিটিশ হাই কমিশনার নিযুক্ত হলেন লিন্ডি ক্যামেরন

Written by SNS April 11, 2024 6:05 pm

দিল্লি, ১১ এপ্রিল: ভারতে নতুন ব্রিটিশ রাষ্ট্রদূত নিযুক্ত হলেন লিন্ডি ক্যামেরন। পূর্বতন আলেক্স এলিসের জায়গায় অভিষিক্ত হলেন তিনি। যুক্তরাজ্যের হাই কমিশনের তরফে এবিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘লিন্ডি ক্যামেরন সিবি ওবিই প্রজাতান্ত্রিক ভারতের ব্রিটিশ হাই কমিশন নিযুক্ত হয়েছেন। তিনি অ্যালেক্স এলিস সিএমজি-এর স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে আলেক্সকে অন্য একটি কূটনৈতিক পদে পরিষেবার কাজে করা হয়েছে।’

প্রসঙ্গত এর আগে ক্যামেরন ২০২০ সাল থেকে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কাজে নিযুক্ত হন। তিনি চলতি বছরের এপ্রিলেই ভারতের হাই কমিশনারের গুরু দায়িত্ব গ্রহণ করবেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন, ভারতে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার ক্রিশ্চিনা স্কট। তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতের নবনিযুক্ত হাই কমিশনার লিন্ডি ক্যামেরনকে অভিনন্দন জানাই। খুব শীঘ্রই আপনাকে দিল্লিতে স্বাগত জানাতে এবং আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’