• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

ট্রাম্পের মধ্যস্থতা নয়, সরাসরি কথা বলুক ভারত-পাকিস্তান, পরামর্শ রাশিয়ার

লাভরভ এবং ফাতিমীর মধ্যে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ফাইল চিত্র

পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের উপর প্রত্যাঘাত হানে ভারত। তবে চারদিন পর সংঘর্ষবিরতি হয় দুই পক্ষের সম্মতিতে। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই খবর জানিয়ে দাবি করেছিলেন, দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করেছিলেন তিনি। এমনকি পরপর বেশ কয়েকবার ট্রাম্প দাবি করেছেন যে, তাঁর বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকিতেই দুই দেশ সংঘর্ষবিরতি মেনে নেয়। যদিও ভারতের বিদেশমন্ত্রক থেকে ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করা হয়েছে। এবার ভারত-পাকিস্তানকে দ্বিপাক্ষিক বৈঠকে নিজেদের সমস্যার সমাধানের পরামর্শ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ সহযোগী সৈয়দ তারিক ফাতিমী বৈঠক করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। দু’জনের বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করেছে রাশিয়ার বিদেশমন্ত্রক। রাশিয়ার পক্ষ থেকে তাতে বলা হয়েছে যে, লাভরভ এবং ফাতিমীর মধ্যে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত-পাকিস্তানের সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি এবং সে বিষয়ে পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানিয়েছেন ফাতিমী। এ ক্ষেত্রে রাশিয়া মনে করে, ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক আস্থা বাড়াতে তাদের মধ্যে সরাসরি আলোচনার প্রয়োজন।

এতদিন ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন যে, তাঁর মধ্যস্থতাতেই এই দুই দেশের যুদ্ধ থেমেছে। যদিও ভারতের পক্ষ থেকে বারবার এই দাবি উড়িয়েও দেওয়া হয়েছে। কাশ্মীর বরাবরই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু বলে এসেছে ভারত। এখানে তৃতীয় কোনও পক্ষের উপস্থিতি কাম্য নয়। ভারতের এই অবস্থানকেই মর্যাদা দিল রাশিয়া, যা ট্রাম্পের পক্ষে অস্বস্তির কারণ বৈকি।