ঘুম নষ্ট হলেও ফেডেরার অনায়াসে ফাইনালে

Written by SNS February 19, 2018 12:16 pm

রেকর্ড ভাঙ্গার মুখে ফেডেরার

রটারডাম- ভোররাত্রে টিভিতে শীতকালীন অলিম্পিক দেখার জন্য নিজের ঘুম নষ্ট করেও রজার ফেডেরার রটারডাম ওপেন টেনিসের ফাইনালে উঠে গেলেন। ইতালিত আঁদ্রে সেপ্পিকে ৬-৩। ৭-৬ সেটে হারিয়ে।

অন্য সেমিফাইনালে দ্বিতীয় বাছাই দিমিত্রভ বেলজিয়ামের ডেভিড গফিনের বিরুদ্ধে খেলার সময় একটি বল গাফিনের র‍্যাকেটে লেগে সরাসরি তার চোখে গিয়ে লাগায় গফিন অবসর নিয়ে নেন।

ফলে দিমিত্রভ ফাইনালে ফেডেরারের মুখোমুখি হচ্ছেন। বিশের প্রবীণতম খেলোয়াড় হিসেবে প্রথম স্থানটি দখল করার পর ফেডেরার বলেছেন, বিশ্বে এক নম্বর খেলোয়াড় হওয়ার আনন্দ উপভোগ করা ছাড়াও টিভিতে শীতকালীন অলিম্পিক দেখতে গিয়ে আবার ঘুল নষ্ট হয়ে যায়।

ফেডেরারের সঙ্গে আঁদ্রে সেপ্পির ১৫ টি ম্যাচে এই নিয়ে ১৪ বার জিতলেন ফেডেরার। যদি ফেডেরার রবিবার ভারতীয় সময় গভীর রাতে এই টুর্নামেন্টের চ্যম্পিয়ন হন তবে নিজের কেরিয়ারের ৯৭ তম ট্রফিটি জিতবেন।

আগে দুবার রটারডাম ওপেন টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে ওঠার পর তিনি ইঙ্গিত দিয়েছেন এক সপ্তাহ পর দুবাই ওপেন টেনিসে তিনি অংশ নিতে পারেন। দুবাইতে সাতবার চ্যম্পিয়ন হয়েছেন ফেডেরার।