• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নােভাক জোকোভিচ ষষ্ঠবার উইম্বলডন ফাইনালে

গতবারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর খেলােয়াড় সার্বিয়ার নােভাক জোকোভিচ শুক্রবার উইম্বলডন টেনিসে ছেলেদের সিঙ্গলস ফাইনালে উঠলেন।

নােভাক জোকোভিচ (File Photo: IANS)

গতবারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর খেলােয়াড় সার্বিয়ার নােভাক জোকোভিচ শুক্রবার উইম্বলডন টেনিসে ছেলেদের সিঙ্গলস ফাইনালে উঠলেন। এই নিয়ে ষষ্ঠবার নিজের ২৫তম গ্র্যান্ডস্লাম ফাইনালে জোকোভিচ রবিবার আটবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরারের মুখােমুখি হবেন।

শুক্রবার প্রথম সিঙ্গিলস সেমিফাইনালে জোকোভিচ স্পেনের রবার্টো বাউতিস্তাকে ৬-২, ৪-৬, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে দেন। গত তেরােটি গ্র্যান্ডস্লাম সেমিফাইনালের মধ্যে জোকোভিচের এটি দ্বাদশ জয়।

Advertisement

রবিবার যদি জোকোভিচ চ্যাম্পিয়ন হয় তবে উইম্বলডনে পঞ্চম খেতাব ছাড়াও নিজের ষােলােতম গ্র্যান্ডস্লাম খেতাবও জয় করবেন।

Advertisement

শুক্রবার জোকোভিচ ২৩তম বাছাই বাউতিস্তার বিরুদ্ধে তুলনামূলকভাবে সহজেই প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেটে দুবার নিজের সার্ভিস নষ্ট করে ৪-৬ সেটে হেরে যান। পরের ম্যাচটি সবচেয়ে চিত্তাকর্ষক স্তরে পৌঁছায় তৃতীয় সেটের ষষ্ঠ গেমে যখন দু’জনের মধ্যে ৪৫ শটের একটি র‍্যালি চলেছিল। তারপর থেকেই জোকোভিচ প্রতিদ্বন্দ্বী সার্ভ ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন।

Advertisement