• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাজেট বরাদ্দ কমলে সরকারি কর্মীদের ছাঁটাইয়ের সম্ভাবনা আমেরিকায়

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, 'অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট' এই নির্দেশিকা জারি করেছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মার্কিন কংগ্রেসে বাজেট পাশের অনিশ্চয়তা ঘিরে ফের সরকারি কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হল। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নতুন নির্দেশিকায় সরকারি সংস্থাগুলিকে বড় মাপের ছাঁটাইয়ের পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট’ এই নির্দেশিকা জারি করেছে।

সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেসে বাজেট পাশ না হলে, বেশ কিছু সরকারি সংস্থায় অর্থসংকট তৈরি হতে পারে। আর্থিক সহায়তা বন্ধ হয়ে গেলে ছাঁটাই অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই প্রেক্ষিতেই সরকারি স্তরে কর্মী হ্রাসের রূপরেখা প্রস্তুত করার বার্তা দিয়েছে হোয়াইট হাউস।

Advertisement

উল্লেখ্য, বাজেট অনুমোদনের প্রসঙ্গে ডেমোক্র্যাটরা স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। কিন্তু ব্যয়সংকোচের যুক্তি তুলে ধরে সেই দাবি খারিজ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই ছাঁটাই সংক্রান্ত নির্দেশিকা জারি হওয়াকে কাকতালীয় বলছেন না অনেকেই।

Advertisement

হোয়াইট হাউসের নির্দেশিকার শেষ অংশে অবশ্য বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, কংগ্রেসে ডেমোক্র্যাটরা অচলাবস্থা তৈরি করবেন না। স্বভাবতই সেক্ষেত্রে এই পদক্ষেপগুলি গ্রহণের প্রয়োজন হবে না।’

পরিসংখ্যান বলছে, ট্রাম্পের শাসনকালে ইতিমধ্যেই প্রায় ২৫ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে তাঁদের আট মাসের বেতন এককালীন দিয়ে অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েক লক্ষ কর্মচারী ইতিমধ্যেই সেই প্রস্তাব গ্রহণ করেছেন বলেও জানা গিয়েছে। যদিও হোয়াইট হাউস আশাবাদী, তবে রাজনৈতিক সমঝোতা না হলে আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে কর্মী ছাঁটাইয়ের পালা।

Advertisement