দুবাইয়ে পাকিস্তানের নাগরিকের হাতে খুন হতে হল দুই ভারতীয়কে। এই ঘটনায় জখম হয়েছেন আরও একজন। জানা গিয়েছে, কর্মসূত্রে দুবাইয়ে থাকতেন তাঁরা। দুবাইয়ের একটি বেকারিতে কাজ করতেন। বেকারিতে থাকাকালীনই তিনজন ভারতীয়ের উপর চড়াও হন এক পাকিস্তানি নাগরিক। তিনজনের উপর আক্রমণ চালালে তলোয়ারের আঘাতে দুইজনের মৃত্যু হয়। জখম আরও এক জনের অবস্থাও সঙ্কটজনক। আক্রান্তরা সকলেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। বিষয়টি নিয়ে তিনি শোকপ্রকাশ করেন। তিনি জানান, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ধর্মীয় স্লোগান নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটে বলে অভিযোগ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটে গত ১১ এপ্রিল। পরিবারের অভিযোগ, এক ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে দিতে বেকারিতে প্রবেশ করেন। তাঁর হাতে ছিল তলোয়ার। বেকারিতে প্রবেশ করেই ওই তিন ভারতীয়ের উপর হামলা চালান। হামলাকারী পাকিস্তানের বাসিন্দা।
Advertisement
তলোয়ারের আঘাতে যে দুইজনের মৃত্যু হয় তাঁদের মধ্যে একজন তেলেঙ্গানার নির্মল জেলার বাসিন্দা বছর ৩৫-এর অষ্টাপুর প্রেমসাগর। তাঁর এক আত্মীয় জানিয়েছেন, গত পাঁচ-ছয় বছর ধরে দুবাইয়ে একটি বেকারিতে কাজ করতেন তাঁর ভাইপো। বছর দুই আগে গ্রামের বাড়িতেও এসেছিলেন। দুবাইয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। সরকারের কাছে অষ্টাপুরের দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য পরিবারের তরফে আর্জি জানানো হয়েছে। আর্থিক সাহায্যের জন্যও আবেদন জানানো হয়েছে।
Advertisement
হামলায় নিহত দ্বিতীয় ব্যক্তি নিজামবাদ জেলার বাসিন্দা শ্রীনিবাস। হামলার ঘটনায় জখম ব্যক্তি সাগর বর্তমানে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন বলে নিজামাবাদে সাংবাদিকদের জানান সাগরের স্ত্রী ভবানী। তবে, কী কারণে এই হামলা তা জানাতে পারেননি তিনি।
মঙ্গলবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই খুনের নিন্দা করেন জি কিশান রেড্ডি। ওই দুই জনের দেহ দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা ছাড়াও পরিবারের সদস্যদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। ওই দুই জনের খুনের বিচার যেন দ্রুত হয় সেই ব্যাপারে বিদেশ মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
তবে ঠিক কী কারণে ওই তিন জনের উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হামলার কারণ খুঁজতে এবং উপযুক্ত পদক্ষেপ করতে আর্জি জানানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
Advertisement



