যুক্তরাজ্যের পার্লামেন্টে বেশ কিছু ব্রিটিশ সাংসদ স্পষ্টভাবে জানালেন, জম্মু ও কাশ্মীরের ভারতের সঙ্গে সংযুক্তি আইনসম্মত ও সঠিক সিদ্ধান্ত। সম্প্রতি ব্রিটিশ সংসদের হাউস অব কমন্সে অনুষ্ঠিত এক আলোচনায় তাঁরা বলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই সত্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’
বিভিন্ন দলে বিভক্ত একাধিক সাংসদ এই বিষয়ে একমত হন যে, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তি বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছিল। তাঁরা বলেন, পাকিস্তানের উস্কানি ও সীমান্তে জঙ্গি হামলার মাধ্যমে এই ঐতিহাসিক সত্যকে বার বার বিকৃত করার চেষ্টা হয়েছে, যা মেনে নেওয়া যায় না।
Advertisement
একজন সাংসদ এ বিষয়ে মন্তব্য করেন, ‘কাশ্মীর ইস্যু নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে হবে। ভারতের সংবিধান অনুযায়ী জম্মু ও কাশ্মীরের মর্যাদা সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়।’ তাঁরা আরও জানান, ব্রিটিশ সরকারকেও উচিত এই বিষয়ে সঠিক অবস্থান নেওয়া, যাতে কোনও বিদেশি শক্তির প্রভাবে বিভ্রান্তির সৃষ্টি না হয়।
Advertisement
এই মন্তব্যের পর ভারতীয় কূটনৈতিক মহলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
Advertisement



