বাংলাদেশে পর পর ঘটে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মৃত্যু। এবার মৃত্যু হল এক হিন্দু যুবকের। চোর সন্দেহে এক যুবককে তাড়া করার অভিযোগ। প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দেন ওই যুবক এবং ডুবে মারা যান বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুরে। মৃতের নাম মিঠুন সরকার। বয়স ২৫ বছর।
মঙ্গলবার দুপুর একটার সময় হাট চকগৌরি বাজারে চোর সন্দেহে স্থানীয় কিছু যুবক মিঠুনকে তাড়া করে। প্রাণ বাঁচাতে দৌড় দেন মিঠুন। প্রাণ বাঁচাতে কোনও উপায় না দেখে রাস্তার পাশের খালে লাফ দেন। তারপর থেকেই নিখোঁজ ওই যুবক।
Advertisement
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মিঠুনের সন্ধানে রাজশাহী থেকে ডুবুরি আনিয়ে খালে নামানো হয়। বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেলে খাল থেকে মিঠুনের দেহ উদ্ধার করে পুলিশ। মিঠুন সরকারের বাড়ি উপজেলার ভান্ডারপুর গ্রামে।
Advertisement
মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য দেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মিঠুনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করেছিলেন, সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
Advertisement



