• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

কারও মাধ্যমে নয়, সরাসরি কথা বলুক ভারত-পাক, সমর্থনের কথা জানাল আমেরিকা

মধ্যস্ততা নয়, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করুক। এ কথা জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।

ফাইল ছবি

মধ্যস্ততা নয়, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করুক। এ কথা জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এর আগে উত্তেজনার আবহে আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কাশ্মীর ইস্যুতেও তিনি মধ্যস্থতা করতে পারেন বলে জানিয়েছিলেন। এ বার এই বক্তব্যের উল্টো সুর শোনা গেল মার্কিন বিদেশ সচিবের গলায়।

রবিবার রুবিও ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে ভারত–পাকিস্তান সংঘাত নিয়ে আলোচনা করেন। সেখানেই রুবিও জানিয়েছেন, দুই দেশ সরাসরি নিজেদের মধ্যেই কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করুক, এতে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। সীমান্ত সংঘাত থামানো থেকে শুরু করে কাশ্মীর ইস্যু, দ্বিপাক্ষিক শান্তি থেকে শুরু করে স্থিতিশীলতা বজায় রাখার বিষয় নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিক ভারত–পাকিস্তান। পাশাপাশি ব্রুসের দাবি, দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি বজার রাখা এবং যোগাযোগের মাধ্যম খোলা রাখার বিষয়ে তাঁর সঙ্গে একমত হয়েছেন ল্যামি। পাশাপাশি তিনি এ–ও জানিয়েছেন, দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে সবসময় সাহায্য করেছে আমেরিকা।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের ঘোষণার আগেই ট্রাম্প ঘোষণা করায় সব মহলে আলোচনা শুরু হয়। তিনি আরও দাবি করেন, রাতভর আলোচনায় দুই দেশ এই সিদ্ধান্তে এসেছে। যদিও ভারত দাবি করে, দুই দেশের ডিজিএমও স্তরে আলোচনার পর সংঘর্ষবিরতির সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের তরফেই সংঘর্ষবিরতির অনুরোধ করা হয়েছিল। রবিবার মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, চাইলে কাশ্মীর ইস্যুতেও তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত। তাঁর কথায়, ‘আমি আপনাদের দু’জনের সঙ্গেই কথা বলতে চাই, দেখতে চাই যে ১০০০ বছর পরে কাশ্মীর নিয়ে সুরাহা হয় কি না। ভারত এবং পাকিস্তানকে ঈশ্বর আশীর্বাদ করুন।’ এই মন্তব্য ভালোভাবে নেয়নি ভারত। ভারতের তরফে এ বিষয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করা হয়। কাশ্মীরকে জটিল বিষয় বলে দাবি করে বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, অন্য কেউ মধ্যস্থতা করুক, তা ভারত চায় না। আপাতত ভারত পাক অধিকৃত কাশ্মীর ফেরত চায়।

ভারতের অসন্তোষ প্রকাশ্যে আসার পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর বক্তব্য প্রকাশ্যে আসে। ভারত–পাকিস্তান ইস্যু নিয়ে ব্রিটিশ বিদেশ সচিবের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানান, আমেরিকা চায়, ভারত–পাকিস্তান সরাসরি নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করুক।