পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ফিদায়েঁ হামলার ছক কষেছিল সশস্ত্র সংগঠন টিটিপি। কিন্তু সেই হামলা বানচাল হয়ে গেল। গোপন অভিযান চালিয়ে তা রুখে দেয় পাক সেনা। অভিযানে ৩ টিটিপি সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। পাক সেনাদের দাবি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই হামলা চলে।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে বলে দাবি করেছে পাক সেনারা। জানা গিয়েছে, জঙ্গিরা গাড়িতে বিস্ফোরক বোঝাই করে পা সেনাদের উপর আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল। যদিও পুরো পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে। জঙ্গিঘাঁটিতে গিয়ে হামলা চালায় পাক সেনা। ধ্বংস করে দেওয়া হয় ওই বিস্ফোরক বোঝাই গাড়ি। পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির। ওই অঞ্চলে আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে চলছে তল্লাশি অভিযান।
Advertisement
প্রসঙ্গত, তেহরিক-ই-তালিবান, বালোচ লিবারেশন আর্মি ইত্যাদি সংগঠনগুলি পাক সেনার অত্যাচারের অতিষ্ঠ। তাঁরা স্বাধীনতা চায়। আর এই কারণেই খাইবার পাখতুনখোয়া রাজ্যে পাক সেনাদের উপর বারবার হমলা চলে। সাম্প্রতিক অতীত এমন হামলার জেরে ১৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি টিটিপিকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত লেগেই আছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, আফগানিস্তান টিটিপিকে আশ্রয় দিয়ে সন্ত্রাসবাদকে সমর্থন করে। যদিও পাকিস্তানের অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান।
Advertisement
Advertisement



