মাঘ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের দাপট অনেকটাই কমে এসেছে। কয়েক দিন আগেও যেরকম ঠান্ডা অনুভূত হচ্ছিল, এখন তার জায়গা নিচ্ছে তুলনামূলক উষ্ণ আবহাওয়া।কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েক দিনে তাপমাত্রা ক্রমশ বেড়েছে। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে, যা শীতপ্রেমীদের নিরাশ করেছে ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে সরস্বতীপুজোর দিন নতুন করে পারদ না চড়লেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুব কম। সকালবেলা হালকা ঠান্ডা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
Advertisement
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ১৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। দিনের তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হয়নি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবারও তা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামী কয়েক দিনে কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।
Advertisement
দক্ষিণবঙ্গে পারদ বাড়লেও উত্তরবঙ্গে আবহাওয়ার চরিত্র আপাতত স্থিতিশীল থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
তবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। যদিও ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি হয়নি।সব মিলিয়ে মাঘের শুরুতে শীতের দাপট কমে উষ্ণ আবহাওয়ার দিকেই এগোচ্ছে দক্ষিণবঙ্গ, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।
Advertisement



