• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

আজ থেকে কমতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

সপ্তাহের শেষে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

 আজ, বুধবার থেকে ফের কমতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। গত কয়েকদিনে কিছুটা বেড়েছিল পারদ। বুধবার থেকে বঙ্গে বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের দাপট। সঙ্গে বাড়বে শীতের আমেজ। সপ্তাহের শেষে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার খুব বড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গে আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাসও নেই। গোটা রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে।
ইতিমধ্যেই শক্তি হারিয়ে উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দিতওয়া। বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরী-অন্ধ্র উপকূলের খুব কাছে এটি অবস্থান করছে। ক্রমে এই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে উপকূল থেকে ৩০–৩৫ কিলোমিটার দূরে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে বেড়েছে পশ্চিমি ঝঞ্ঝার দাপট। একটি পশ্চিমি ঝঞ্ঝা হরিয়ানার কাছে অবস্থান করছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও রয়েছে। আগামী ৫ ডিসেম্বর নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। তাই আজ থেকে রাজ্যেও উত্তর–পশ্চিমের বাতাসের দাপট বাড়বে। পাশাপাশি বাড়বে শীতের আমেজ।
মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতেও বেড়েছিল তাপমাত্রা। সেই সব জেলায় ১৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁয় তাপমাত্রা। এমনকী উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বেড়েছে। মঙ্গলবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বুধবার থেকে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কমতে পারে। আগামী কয়েক দিনে ক্রমে নিচের দিকে নামবে পারদ। দক্ষিণবঙ্গে ২–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রায় খুব বড় হেরফেরের সম্ভাবনা নেই।

Advertisement

Advertisement