• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

বাংলাদেশে হিংসা তীব্রতর, হাদি হত্যার পর খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি

জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি-র শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হ

 বাংলাদেশের খুলনায় এবার শ্রমিক সংগঠনের এক সিনিয়র নেতাকে মাথায় গুলি করে মারা হল। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি-র শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়। সোমবার দুপুর ১২টা নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকে এই ছাত্রনেতার মাথায় গুলি করে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে ঢাকার বিজয়নগর বক্স এলাকায় তাঁকে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিতসার জন্য নিয়ে গিয়েও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
 
এই ঘটনার পরেই গোটা বাংলাদেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। সেই  হিংসার বাতাবরণের মধ্যেই ফের ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ১১:৪৫-নাগাদ মোতালেবকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা যায়, তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, গুলি একটি কানের পাশ দিয়ে ঢুকেছে এবং অন্য পাশ দিয়ে বেরিয়েছে। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণও হয়। 
 
গত বছর বাংলাদেশে গণ-আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নাহিদ। তাঁর দল এনসিপি আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার কথাও জানিয়েছে। এবার আক্রান্ত সেই দলেরই এক নেতা। পুলিশ জানিয়েছে, কী কারণে এই হামলা তা এখনও জানা হয়নি। অপরাধীদের ধরতে তদন্ত শুরু হয়েছে। 
 
হাদির হত্যার পর থেকেই অশান্ত বাংলাদেশ। এই হত্যাকাণ্ডের পর এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি মূল অভিযুক্ত ফয়সাল মাসুদের। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা।  
 
বর্তমানে অশান্ত পরিবেশে বাংলাদেশে নির্বিঘ্নে ও নিরাপদে ভোট সম্পন্ন হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনী আধিকারিক ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশের নির্বাচন কমিশনও। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন হবে। জুলাই সনদ নিয়ে গণভোটও ওই একইদিনে অনুষ্ঠিত হবে। এই আবহে সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।   

Advertisement

Advertisement