• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

আইপিএল ট্রায়ালে নাগাল্যান্ডের তরুণ বােলার

আইপিএল ক্রিকেটের জন্য এখনও নিলাম শুরু হয়নি। তার আগেই নাগাল্যান্ডের ১৬ বছর বয়সী, স্পিনার ক্রিভিংসাে কেন্সেকে ট্রায়ালে ডাকালাে মুম্বই ইন্ডিয়ান্স।

প্রতীকী ছবি (File Photo: iStock)

আইপিএল ক্রিকেটের জন্য এখনও নিলাম শুরু হয়নি। তার আগেই নাগাল্যান্ডের ১৬ বছর বয়সী, স্পিনার ক্রিভিংসাে কেন্সেকে ট্রায়ালে ডাকালাে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরশুমে কেন্সে দারুন বল করেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে।

সেই সুবাদে রােহিত শর্মার দলে ট্রায়াল ডাক পান কেন্সে। যদি ট্রায়ালে কেন্সে ভালাে পারফর্ম করতে পারলে মুম্বাই দলে সুযােগ পেতে পারেন, মুম্বইয়ের পাশে রাজস্থান রয়্যালস দলেও ট্রায়ালে ডাকা হয়েছে।

Advertisement

সােমবারই কোহিমা থেকে উড়ে আসবে জয়পুরে নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসােসিয়েশনের সচিব । ভুলিলাে আনিলাে লিয়ং এই খবর দিয়ে পােস্ট করেছেন কেন্সের বেশ কিছু মুহূর্ত। নাগাল্যান্ডের হয়ে সে সাত উইকেট পেয়েছে।

Advertisement

ইতিমধ্যে কেন্সে তরুণ লেগ স্পিনার হইচই ফেলে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ট্রায়াল দিয়েছে। ২০-২৪ জানুয়ারি সেই ট্রায়ানোর পাল এও জ যায়নি। এখন রাজস্থানের হয়ে ট্রায়াল দেওয়ার কথা ক্রিভিংসো কেন্সের।

Advertisement